কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সাথে ৮ বছর আগে বিয়ে হয় আদুরী বেগম আশার। বিয়ের ৮ বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়ায় চরম দুঃচিন্তা ভর করে এই দম্পতির সংসারে।
দীর্ঘদিনের চিকিৎসায় অবশেষে গত বছর আদুরী বেগম গর্ভবতী হলে খুশির জোয়ারে ভাসে পুরো পরিবার। সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলে চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নাম্বার গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয় আদুরকে। মঙ্গলবার (২২ মার্চ) রাতে রংপুর মেডিকেলে ৪ সন্তানের জন্ম দেন আদুরী। এর মধ্যে ৩টি মেয়ে এবং ১টি ছেলে শিশু।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা ফারহানা ইয়াসমিন ইভা জানান, মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই ৪ সন্তান জন্ম নেয়। মা ও ৪ সন্তানই সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।